নিউজিল্যান্ড ২৭ : বাংলাদেশ ০!
শুধু পারফরমেন্স নয়। ব্যতিক্রমী বোলিং কৌশল। প্রাণশক্তিতে ঠাসা শরীর। ওভারের প্রতি বলেই সমান শক্তি খরচ। ব্যাটসম্যানদের পেটে প্রজাপতির নাচন তৈরির আগাম বার্তা দেয়া। একের পর এক শর্ট বল করে যাওয়া। নিয়ম মেনেই বাউন্সার ঠোকা। ব্যাটসম্যানের চিবুক ঘেঁষে বল রাখার সক্ষমতা। পাঁজর টার্গেট করে বোলিং করার দক্ষতা। একটা দুটো বল নয়। টানা ওভারের প্রতি বলেই এই একই কৌশল! নেইল ওয়েগনারের সেই প্রভাবী বোলিংয়ের কোন জবাবই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ।